সারাদেশ

বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট 

বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট 


প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। রোববার (২০ জুলাই) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন বলেন, কুমিল্লা বোর্ডের অধীনস্থ জেলাগুলোয় বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাই এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে পরীক্ষাটি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।