সারাদেশ

বরগুনায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

বরগুনায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির পক্ষ থেকে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বরগুনা সার্বজনীন আখড়া বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকারের হাতে ফলজ এবং ঔষধী গাছের চারা হস্তান্তর করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির সদস্য সচিব জয়দেব রায়।

উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারি, যুগ্ম-আহ্বায়ক মানিক সিকদার, সদস্য উজ্জল কুমার দাস, সার্বজনীন আখড়া বাড়ি মন্দির কমিটির অর্থ সম্পাদক তাপস দাসসহ অন্যান্য সদস্যরা।

জেলার বিভিন্ন মন্দিরে আগামী এক সপ্তাহ বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।