সারাদেশ

বরগুনার সেই কিশোরীর স্বজনদের ঈদ উপহার দিলেন উপদেষ্টা আসিফ

বরগুনার সেই কিশোরীর স্বজনদের ঈদ উপহার দিলেন উপদেষ্টা আসিফ


বরগুনার আলোচিত সেই ধর্ষিত কিশোরীর স্বজনদের ঈদ উপহার পাঠিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মুহা. শফিউল আলম।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদের পাঠানো এ উপহার সেই কিশোরীর মায়ের হাতে পৌঁছে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা।

বরগুনা জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার নির্দেশনায় বরগুনার সেই কিশোরীর মায়ের হাতে আর্থিক সহায়তার নগদ ২৫ হাজার টাকা, তিন বোনের জন্য ঈদের জামা, মা ও দাদির জন্য ঈদের শাড়ি এবং ঈদের খাদ্য সামগ্রী চাল, চিনি, লবণ, তেল, সেমাই ইত্যাদি তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।