সারাদেশ

বরিশালের সড়কে প্রাণ গেল ইতালী প্রবাসীর

বরিশালের সড়কে প্রাণ গেল ইতালী প্রবাসীর


বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের বাদশা খালাসি (২৮) নামে এক ইতালী প্রবাসীর মৃত্যু হয়েছে। এতে একজন আহতও হয়েছেন।

জানা যায়, যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এক মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলে থাকা প্রবাসী বাদশা খালাসির মৃত্যু হয়। পাশাপাশি তার বন্ধু মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান সাইম (২৬) আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-কুয়াকাটার মহাসড়কের দাদুর হাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বাদশা খালাসি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাছাবালি
গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার খালাসি ছেলে। তিনি গত ১২ আগস্ট ইতালি থেকে বাংলাদেশে আসেন ও ৪ সেপ্টেম্বর বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আহত অপর মোটরসাইকেল আরোহী হলেন এক‌ই উপজেলা কাসেমপুর গ্রামের মৃত ওহাব মুন্সীর ছেলে আজিজুর রহমান সাইম (২৬)।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বাদশা খালাসি রোববার (২৯ সেপ্টেম্বর) নিজ মোটরসাইকেলে করে তার বন্ধুকে নিয়ে মাদারীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যান। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা থেকে র‌ওনা করে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাছাবালির গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের দাদুর হাট বাজার সংলগ্ন এলাকায় আসলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ডলফিন পরিবহণ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর জখম হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাস সিএমএইচে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক বাদশা খালাসিকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাকেরগঞ্জ থানা ওসি সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ছাড়াও মরদেহটি লেবুখালী সেনানিবাসের সিএমএইচ থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।