সারাদেশ

বহুতল ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, সিসিটিভিতে যা মিলল

বহুতল ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, সিসিটিভিতে যা মিলল


ময়মনসিংহের গাঙ্গিনারপাড় মোড়ের একটি বহুতল ভবনের ১৩ তলার ‘ছাদ থেকে পড়ে’ প্রাণ গেছে ত্রীপর্ণা ভদ্র একা (১৭) নামের এক তরুণীর। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ‘বর্ণালী সিটি সেন্টার’ নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী তারাকান্দা উপজেলার বড়ইপাড়া গ্রামের নেপাল চন্দ্রের মেয়ে ত্রীপর্ণা ভদ্র একা।

তরুণীর বাবা জানান, ত্রীপর্ণা নগরীর কালীবাড়িতে বাসা নিয়ে থাকত। কী কারণে আত্মহত্যা করেছে তিনি জানেন না।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১১ মিনিটে গেট দিয়ে ভবনে প্রবেশ করেন নীল জামা পরা এক তরুণী। মুখে মাস্ক থাকায় চেনার উপায় নেই।
দারোয়ান না থাকায় সোজা লিফটে চলে যান তিনি। ঠিক দুই মিনিট পর ১২ তলায় লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে যান ছাদে। কিছু সময় পর ভবনের নিচে মেলে তার নিথর দেহ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানতে তদন্ত চলছে। দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।