সারাদেশ

বাগান থেকে উদ্ধার রিভলবারে লেখা ‘মেড ইন ইন্ডিয়া’

বাগান থেকে উদ্ধার রিভলবারে লেখা ‘মেড ইন ইন্ডিয়া’


ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে একটি ভারতীয় রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে যৌথবাহিনী।

সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার পুলিশ এ অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, রঘুনাথপুর গ্রামে আগে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেনি। এই অস্ত্র উদ্ধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আতঙ্কিত হয়েছেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কে বা কারা এ অস্ত্রগুলো রেখেছে সেটি এখনো জানা যায়নি।

কোট চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর কালবেলাকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্রের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে এমন কিছু তার চোখে পড়েনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।