সারাদেশ

বান্দরবানে সাংগ্রাই উৎসবে বুদ্ধমূর্তি স্নান 

বান্দরবানে সাংগ্রাই উৎসবে বুদ্ধমূর্তি স্নান 


বান্দরবানে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকালে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করেন।

সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানী পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে এসে মিলিত হয়। পরে সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। প্রার্থনা শেষে সবাই ভগবান বুদ্ধের গায়ে ডাব ও চন্দন জল ঢালেন।

এতে বৌদ্ধ ধর্মানুসারীদের ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বুদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের ও রাজগুরু বুদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবাই সমবেত প্রার্থনা করে এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান করে।

এদিকে আজ (সোমবার) রাতে শহরের অলিগলিতে পিঠা উৎসবে মেতে উঠবে জেলার মারমা সম্প্রদায়। ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিকালে নিজেদের পরিশুদ্ধ করার জন্য মৈত্রী পানি বর্ষণে মেতে উঠবেন মারমা জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও তরণ-তরুণীরা। বান্দরবানের মারমা জনগোষ্ঠীর বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।