সারাদেশ

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে খাইরুল

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে খাইরুল


বরগুনার বেতাগীতে বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারি নামে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় সে।

খাইরুল বেপারি বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামের আমজেদ বেপারির ছেলে। সে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, আমজেদ বেপারি (৬৩) মঙ্গলবার রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আমজেদ বেপারি দিনমজুর ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বুধবার আসর নামাজের পর তার বাবার দাফন করা হবে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. বশির গাজী কালবেলাকে বলেন, খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।