সারাদেশ

বিএনপি আমাদেরকে মাইনাসের চেষ্টা করছে : মাহফুজুল হক

বিএনপি আমাদেরকে মাইনাসের চেষ্টা করছে : মাহফুজুল হক


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও নোয়াখালী-৬ হাতিয়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেছেন, বিএনপি আজকে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করছে। কিন্তু আজকে আপনি আমি যারা জীবনের বিনিময়ে রক্ত দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি। আমরা আল্লাহ ছাড়া কারও কাছে আমরা মাথা নত করব না।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার ঈদ পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

মাহফুজুল হক বলেন, ২৮ আক্টোবর থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন থেকে শুরু করে শাহাদাতের মুখোমুখি হয়ে জীবনে পাঁচবার কালেমা পড়েছি। সাথের অনেক ভাইকে আল্লাহ কবুল করেছেন, হয়তো আমাকে কবুল করে নাই। সামনে আরও বেশি চ্যালেঞ্জ অপেক্ষমাণ। আওয়ামী লীগ আমাদের জন্য শত্রু, তারা সুযোগ পেলে আমাদেরকে ছাড়বে না।

তিনি বলেন, যে আন্দোলনের জন্য অনেকে ফাঁসির দড়িতে ঝুলেছেন, যে আন্দোলনের জন্য বিনা অপরাধে দেলোয়ার হোসেন সাঈদী ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন, যে আন্দোলনের জন্য মীর কাশেম আলী হাসিমুখে জীবন দিয়েছেন, যে আন্দোলনের জন্য শত শত ভাই শাহাদাতবরণ করেছেন, সে আন্দোলন নিয়ে কারও ছিনিমিনি খেলার সুযোগ নেই। এ আন্দোলন ফাঁসির রশির ওপর দাঁড়িয়ে আছে, এ আন্দোলন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। এ আন্দোলন যেন আমার আপনার দ্বারা কোনো ক্ষতি না হয়। সকলকে সংগঠনের সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলার আমির বোরহানুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা আমির মুহা. তাওফীকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জহিরুল হক, নায়েবে আমির মাও. এ.ইউ.এম ইদ্রিস, উপজেলা সেক্রেটারি মাও. নূর উদ্দিন মেশকাত প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।