বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ইনশাআল্লাহ, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা নির্বাচিত হয়ে ইনসাফের শাসন কায়েম করব।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে গণসংযোগ ও এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষমতা যেতে চাই, ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি এ ভাঙ্গাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজধানী গড়ে তুলব। আপনাদের দুর্দিন শেষ, আপনাদের সুদিন এসেছে, ১৭ বছর ভোট দিতে পারেন নাই, এবার আপনারা ইচ্ছেমতো আপনাদের প্রার্থীকে বেছে নিতে পারবেন।
তিনি আরও বলেন, ভণ্ডামির রাজনীতির দিন শেষ, তামাশার রাজনীতির দিন শেষ, তারা রাজনীতির নামে বেয়াদবি করেছে, রাজনীতির নামে হনুমানের খেলা, রাজনীতির নামে চাল চুরির ব্যবসা, রাজনীতির নামে বালুর ব্যবসা, রাজনীতির নামে সালিশ দরবারের নামে ঘুষ খাওয়া, রাজনীতির নামে বেইনসাফি এসব করা আর চলবে না, আমি করতেও দিব না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনকে আমি ইনসাফের শাসন কায়েম করব।
কৃষক দলের এ নেতা বলেন, এ ভাঙ্গা উপজেলাকে আমরা শিক্ষা দীক্ষায়, উন্নয়নে একটি মডেল আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ প্রমুখ।