সারাদেশ

বিদেশি মদসহ বাবা আটক, ছেলে পলাতক

বিদেশি মদসহ বাবা আটক, ছেলে পলাতক


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক।

শনিবার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহকারী উপপরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি, হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বসতঘরে উপস্থিতি নিশ্চিত করে নিবারণ দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’র ২৫ বোতল (প্রতি বোতল ৩৭৫ মি.লি) এবং ‘রেড লেবেল স্কচ হুইস্কি’র ৮ বোতল উদ্ধার করা হয়। জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১২.৩৭৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারণ দত্ত জানান, তার ছেলে নিপুল দত্ত এই মদগুলো বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুত করে রাখেন এবং তিনি নিজে এ কাজে তাকে সহযোগিতা করছিলেন।

গ্রেপ্তারকৃত নিবারণ দত্তকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।