সারাদেশ

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, জরুরি সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, জরুরি সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ


রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট এমএসএল চলে আসায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কিন্তু সতর্কতা হিসেবে ১০৭ বা ১০৮ ফুট এমএসএল-এর কাছাকাছি এলে বিপৎসীমা হিসেবে ধরে নেওয়া হয়।

তাই আগামীকাল সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানির লেভেলের ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়লে কর্ণফুলী নদীতে পানির চাপ বাড়বে। তবে এতে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।