সারাদেশ

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী


নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৭ মে) সকালে যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানোর পর তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

আজম পাশা চৌধুরী রুমেল নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মৃত কামাল পাশা চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও ওই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশাকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে নেওয়ার জন্য নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক ছিলেন। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, আজম পাশা চৌধুরী রুমেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তিনি শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।