সারাদেশ

বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে সংঘর্ষ, আহত ২০

বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে সংঘর্ষ, আহত ২০


জামালপুরে মাদারগঞ্জে বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে কথাকাটাকাটির জেরে বর ও কনে পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫)। তাৎক্ষণিক অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর তারেকের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার। অনুষ্ঠানে খাবার দিলে ছেলে পক্ষকে গরুর মাংস নষ্ট না করতে বলা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে ছেলে পক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান।

চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী বলেন, খাবার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।