সারাদেশ

বিরল প্রজাতির বৃহৎ কচ্ছপ উদ্ধার

বিরল প্রজাতির বৃহৎ কচ্ছপ উদ্ধার


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরল প্রজাতির একটি বৃহৎ কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগে নিমাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে এ কচ্ছপ উদ্ধার করা হয়।

আটক নিমাই চন্দ্র ওই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে।

জানা যায়, অভিযানে নিমাই চন্দ্রের কাছে থাকা ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাফিউল মাজলুবিন রহমান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।

এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা চলমান রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।