বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা ধরে চলে এ অবরোধ। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
এদিন দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় ফিরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলী রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জন সরকার, রাজন, দোক্তার জামান সাব্বির প্রমুখ।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, নিহত জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠকবাড়ি এলাকার প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।