বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ডা. আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজকে রিমান্ড আবেদন শুনানি হয়নি।
তবে তাড়াশ থানার আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন বলেন, মামলার নথিপত্র জজকোর্টে থাকায় রিমান্ড শুনানি হয়নি। জেলা জজ আদালত থেকে নথি আমলি আদালতে আসলে রিমান্ড শুনানি হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ পৌর এলাকায় জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্র-জনতা। তখন তৎকালীন সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হযন। এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২ এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি গত ৮ এপ্রিল সন্ধ্যায় জামিনে মুক্ত হন। মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে ছাত্র-জনতা।