সারাদেশ

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি


বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে বকশিসের নামে ১০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। প্রথম ধাপে এই বদলির আদেশ কার্যকর করা হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও বদলি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৩৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্যও বন্দরের বিভিন্ন গেটে নিরাপত্তা নিশ্চিত করছিলেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেনাপোল বন্দরের গেট এলাকায় ট্রাকপ্রতি ১০ টাকা করে বকশিস আদায়ের চিত্র ও ছবি প্রকাশিত হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে এর সত্যতা পাওয়া যায়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনসার সদস্যদের বন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করে বদলির সিদ্ধান্ত নেয়।

বন্দরের পরিচালক মো. শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেনাপোল বন্দরে ১৬৩ জন আনসার সদস্য ছিলো। পর্যায়ক্রমে সকলকে বদলি করা হবে। অন্যদিকে, নিরাপত্তা সংস্থা পিমার সাথে বন্দরের চুক্তির মেয়াদ জুলাই মাসে শেষ হয়েছে। আগামী আগস্ট থেকে ‘আরাফাত সার্ভিস (প্রো.) লিমিটেড’ নামক নতুন নিরাপত্তা সংস্থা বন্দরে দায়িত্ব পালন করবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।