সারাদেশ

বৈষম্যবিরোধীর নেতাকে ছুরিকাঘাত | কালবেলা

বৈষম্যবিরোধীর নেতাকে ছুরিকাঘাত | কালবেলা


সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকার রাজার গলির সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আম্বরখানা এলাকার রাজার গলির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকা চলছে তার।

উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিনিয়র-জুনিয়র বির্তক ও পূর্ব বিরোধের জেরে তানভীর নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।