সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা যোগ দিলেন ছাত্রদলে

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা যোগ দিলেন ছাত্রদলে


মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে নাম লেখান তারা।

ছাত্রদলে যোগ দেওয়া নেতারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইফতি আহমেদ ফাহিম। এর আগে গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী নেতারা পদত্যাগের ঘোষণা দেন।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এক প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনজন ছাত্রদলে যোগদান করেছেন। তারা শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছে। তাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল।’

এদিকে জানতে চাইলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সদস্য ইফতি আহমেদ ফাহিম।

তিনি বলেন, ‘যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো গঠনতন্ত্র নেই। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ফেসবুকে ঘোষণা দিয়ে আমরা তিনজন স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছি। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ‘জেলার সব কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।