সারাদেশ

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, মরদেহের পাশে শটগান

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, মরদেহের পাশে শটগান


কুষ্টিয়া সদর উপজেলায় টুটুল নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে মধুপুর পশুর হাটসংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত টুটুল মধুপুর ইটভাটা কেনেলপাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মৃত. তোরাপ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা করছিলেন।

টুটুলের পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে এলাকায় পূর্বের কিছু গোষ্ঠীগত বিরোধ নিয়ে তিনি মাঝেমধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। তারা ধারণা করছেন, এসব বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, রাতে মধুপুর পশুরহাট সংলগ্ন স্থানে টুটুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।