গাজীপুরের শ্রীপুরে সেলিম শিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিওটির ফরেনসিক যাচাই করবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত রোববার (২০ এপ্রিল) রাত থেকে কথোপকথনের এ অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁস হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই অডিও কথোপকথনে টেলিফোনের অপর প্রান্তে গাজীপুরের শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডলকে বলতে শোনা গেছে, তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন।
অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, তোর নানা আমাকে দেখে না কেন? আমি এত কিছু করতেছি, চাপ নিতেছি। তোর নানাকে বলে আমাকে লাখ পাঁচেক টাকা দিস। অডিওর অন্য অংশে সেলিম সিকদারের কাছে ওসিকে ফুলহাতা গেঞ্জি চাইতে শোনা গেছে।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ওসির বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনা জানতে ইতোমধ্যে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান কাজ হবে রেকর্ডটি যাচাই করা। ওই অডিও রেকর্ডটি ফরেনসিক যাচাই করা হবে।
তিনি আরও বলেন, অডিও রেকর্ডটি নিশ্চিত হলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি অভিযোগকারীর সঙ্গেও কথা বলব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। তবে তদন্ত কমিটিতে থাকা তদন্ত কর্মকর্তার নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।
গাজীপুরের শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল দাবি করেছেন, তিনি এ ধরনের কথা বলেননি। তার কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।