সারাদেশ

ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান

ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান


জামালপুরের মাদারগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের বস্তায় শেখ হাসিনা নামের ওই স্লোগানটি দেখা যায়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে উপজেলা খাদ্যগুদাম থেকে ৭টি ইউনিয়নের ডিলারদের কাছে ৩০ কেজি চালের বস্তা বিতরণের সময় বস্তার গায়ে এ স্লোগানটি দেখা যায়। এ সময় খাদ্য গুদামের স্টাফের উপস্থিতিতে একজন লেবারকে কালি দিয়ে স্লোগানটি মুছে দিতে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন বলেন, মূলত গত বছরের জুন-জুলাই থেকে আমাদের গুদামে বস্তাগুলো মজুত ছিল। সেই বস্তাগুলোতে স্লোগানটি লেখা ছিল। যেহেতু স্লোগানটি এখন বিতর্কিত, সেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা কালো কালি দিয়ে মুছে দিচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুর রহমান বলেন, ছাত্র-জনতার খুনি পলাতক শেখ হাসিনার নাম কোথাও থাকতে পারে না। খাদ্য গুদাম কর্তৃপক্ষ চালের বস্তার গায়ে শেখ হাসিনার নামের স্লোগানটি কালি দিয়ে মুছে দেওয়ায় আমরা সাধুবাদ জানাচ্ছি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের দুস্থদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫২৪ টন ২৮০ কেজি চাল বিতরণ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।