সারাদেশ

ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার | কালবেলা

ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার | কালবেলা


নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূইয়ার ভুট্টাখেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তা উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কে বা কারা লাশটি রেখে পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সেই অনুযায়ী নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়ার কালিয়াব আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লাশটি দেখতে পেয়ে স্থানী ইউপি সদস্য সারোয়ার থানায় খবর দেয়। লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।