ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পর্শে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা হলেন- গোপিনাথপুর গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলছিলেন। দুপুরের দিকে মোটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ করে দুজনই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জেলা প্রশাসকের অফিস থেকে অনুমোদন নিয়েছেন।