বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই রাকিব মোল্লা (১৭) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাঁশবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিয়াম মোল্লার মৃতদেহ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তিনি উজিরপুরের বাহেরহাট গ্রামের রিপন মোল্লার ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ রাকিব মোল্লা একই গ্রামের সালেক মোল্লার ছেলে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে। আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা করে। দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
নিহতের ফুপাতো বোন নাসরিন আক্তার বলেন, আমার আপন ভাই ও মামাতো ভাই আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখতে পাই আমার মামাতো ভাই সিয়াম মোল্লার মৃতদেহ পড়ে আছে। এ ছাড়া আমার আপন ভাই রাকিব মোল্লা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে কী হয়েছে কিছুই জানি না।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকারিয়া রহমান মৌরী জানান, নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার আলামত রয়েছে। আহত রাকিব মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, হাসপাতাল মরদেহ আসার খবর পেয়ে সেখানে ছুটে যায়। গিয়ে গুলিবিদ্ধ লাশ দেখতে পাই। শুনেছি মাদক উদ্ধার অভিযানে আগৈলঝাড়ায় গুলিবিদ্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কাদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে তা জানি না।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি ওয়ালিউল ইসলাম জানান, শুনেছি র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হলে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিয়াম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
এদিকে আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনার কথা স্বীকার করলেও তাদের গুলিতে যুবক নিহতের বিষয়টি অস্বীকার করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসান। মোবাইলে তিনি বলেন, এটি গুজব। খবর শুনে আমিসহ আমাদের দ্বিতীয় টিম বর্তমানে (রাত ১০টায়) আগৈলঝাড়ায় ঘটনাস্থলে পৌঁছেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। তাছাড়া বিষয়টি নিয়ে র্যাব-৮ অধিনায়কের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। তবে অধিনায়ককে তার সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ঘটনাটি র্যাব অস্বীকার করলেও আগৈলঝাড়ার গৈলা হাসপাতালে র্যাব-৮ এর সিপাহি জাকির হোসেন চিকিৎসাধীন থাকার বিষয়ে প্রমাণ মিলেছে ওই হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে।