সারাদেশ

মা-বোনরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন : দুলু

মা-বোনরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন : দুলু


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের বেশির ভাগ মা-বোনরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নাটোরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন। এর আগে আলাইপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনাসভা করে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। এই নারীরা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে। একমাত্র নারীরাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারণ এই নারীরা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাব, এ দেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, একমাত্র নারীরাই পারেন জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে।

তিনি আরও বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এ দেশের প্রশাসনিক ব্যবস্থা সব ক্ষেত্রে জুডিশয়াল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে। এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে প্রত্যাশা এই নেতার।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতাকর্মীরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।