সারাদেশ

মিথ্যা ধর্ষণ মামলা করায় প্রবাসীর স্ত্রী কারাগারে

মিথ্যা ধর্ষণ মামলা করায় প্রবাসীর স্ত্রী কারাগারে


পাওনা টাকা ফেরত না দেওয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করা প্রবাসীর স্ত্রীকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার (৬ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম গৃহবধূর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া গৃহবধূ সাদিয়া আফরিন তানিয়া নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও জেলার উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদী হয়ে ওই গৃহবধূকে আসামি করে মামলা করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।