মুন্সীগঞ্জের সড়ক-মহাসড়ক ও নদী-ডোবায় মিলছে একের পর এক মরদেহ। পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভেঙে পড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জেলার শ্রীনগর উপজেলায় পৃথক ঘটনায় মিলেছে তিনজনের মরদেহ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় সোমবার সকাল ৮টার দিকে রেল লাইনের আন্ডারপাসের পাশে এক অজ্ঞাতপরিচয় (৪০) নারীর কাটা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একইদিন সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়ায় মাদকাসক্ত ছেলে আব্দুর আহাদকে (৩৪) হত্যা করেছেন বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে আহাদ। টাকা না পেয়ে ছুরি হাতে বাবাকে আক্রমণ করতে গেলে বাবা আবুল হোসেন (৬৫) আত্মরক্ষার্থে তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে বুকে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়।
সোমবার সকালে মামুন কাজী (৬৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন শ্রীনগর থানা পুলিশ। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রাম থেকে মামুন কাজীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।