ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় ৭কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকত হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে সময় লাগায় সড়কে এ যানজটের সৃষ্টি হয়। পরে রডবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।
কুমিল্লা থেকে ঢাকাগামী বাসচালক জানান, সকাল ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু আলীপুরা এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।
জুবায়ের হোসেন নামের এক যাত্রী জানান, চট্টগ্রাম থেকে গজারিয়ার ভিটিকান্দি পর্যন্ত দীর্ঘ পথে কোনো জ্যাম না থাকলেও ভিটিকান্দি বাসস্ট্যান্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত ৭-৮ কিলোমিটারের যানজট। তিন ঘণ্টা হলো বাস একই জায়গায় আছে। কিন্তু যানজটে আটকে পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।