সারাদেশ

মৃত্যুর কাছে হার মানল অগ্নিদগ্ধ ছাত্র উক্য চিং মারমা

মৃত্যুর কাছে হার মানল অগ্নিদগ্ধ ছাত্র উক্য চিং মারমা


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী উক্য চিং মারমা মারা গেছেন।

সোমবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী উক্য চিং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার উসাইমং মারমার ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মাসি নেলী মারমা বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ তার সৎকার গ্রামের বাড়িতে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেখানেই অবস্থান করছিল রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।