সারাদেশ

মেয়ের মৃত্যুর শোকে চলে গেলেন মা

মেয়ের মৃত্যুর শোকে চলে গেলেন মা


বরিশালের মুলাদীতে মেয়ের শোকে বিলাপ করতে করতে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মায়ের নাম মরিয়ম বেগম (৬৫)। তিনি উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে মরিয়ম নাওয়া-খাওয়া ছেড়ে দেন। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী লতিফ দুরানী জানান, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুতে মরিয়ম বেগম ভেঙে পড়েছিলেন।

লতিফ দুরানী আরও জানান, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশ হয়ে পড়েন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান কালবেলাকে জানান, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।