সারাদেশ

মেহেরপুরে নারী-শিশুসহ ১২ জনকে বিএসএফের পুশইন 

মেহেরপুরে নারী-শিশুসহ ১২ জনকে বিএসএফের পুশইন 


মেহেরপুরের মুজিবনগরে রাতের আঁধারে নারী-শিশুসহ ১২ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা এসব বাংলাদেশিকে জোরপূর্বক পুশইন করেছে। পরে বিজিবির আনন্দবাস ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটকদের মধ্যে নারী-শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং অবশেষে বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্তে এনে পুশইন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব বাংলাদেশি কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ভারতে যান এবং হরিয়ানা রাজ্যে নির্মাণ শ্রমিক, হোটেল কর্মী ও কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বহরমপুর জেলে পাঠায়। সেখান থেকে তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি সদস্যরা ১২ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।