সারাদেশ

মেহেরপুর আ.লীগ নেতা আব্দুস সালাম গ্রেপ্তার

মেহেরপুর আ.লীগ নেতা আব্দুস সালাম গ্রেপ্তার


মেহেরপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) ভোরে পৌর শহরের মুখার্জি পাড়ায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শহরে নিজ বাসা থেকে ৫ আগস্টের পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর গ্রেপ্তার আব্দুস সালাম ফ্যাসিস্ট সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিজ রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।