সারাদেশ

মোবাইলের টর্চের আলোয় ৮ কিমি চলল ট্রেন

মোবাইলের টর্চের আলোয় ৮ কিমি চলল ট্রেন


মাঝপথে হঠাৎ হেডলাইট বিকল। এরপর মোবাইলের আলোয় প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিল ট্রেনটি। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মধ্যে আতঙ্কও দেখা দেয়।

শনিবার (২১ জুন) রাতে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীরগতিতে চলতে থাকে। আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চলাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়।

প্রায় ৮ কিলোমিটার এই পথ পাড়ি দিতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যাওয়া হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।