সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে ১৯ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজার সীমান্তে ১৯ জনকে পুশইন বিএসএফের


মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক দুটি সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আটকদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপিতে রেখে তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা, ও কুলাউড়া সীমান্ত দিয়ে ৩০১ জনকে আটক করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. মো. জাকারিয়া বলেন, আজ ১৯ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ভোর ৪টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহল দল আটক করে। প্রথম ৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জন কুড়িগ্রামের বাসিন্দা। বাকিদের তথ্য যাচাই-বাছাই শেষে থানায় হস্তান্তর করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।