সারাদেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৪


ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৌরীপুর উপজেলার ভাংনামারী এলাকার নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও একই এলাকার মানিকের কন্যা মাহি (১৪)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গৌরীপুরগামী একটি অটোরিকশা সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া প্রগতি ফিড মিলের সামনে পৌঁছালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চার যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।