ময়মনসিংহ ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গফরগাঁও সড়কে গোয়ারী নন্দবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের মোছা. রোকেয়া (৫৫) ও ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের মো. আজগর আলীর ছেলে লাল মিয়া। তিনি পূর্ব ভালুকা প্রাথমিক সরকারি বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি হায়েস ভালুকাগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মো. লাল মিয়া ও রোকেয়া নিহত হয়েছেন। গাড়িতে থাকা ড্রাইভারসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, গোয়ারী নন্দীবাড়ি নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।