সারাদেশ

যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন

যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন


গত কয়েক দিনের যমুনা নদীর অব্যাহত ভাঙনের মুখে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।

গত শনিবার (০৭ জুন) দুপুরের দিকে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচামাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ওয়াজেদ আলী সরকার জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর ভাঙনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৮৭নং নিজভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথমদিকে স্কুলের কিছু অংশ নদীগর্ভে ডেবে যায়। পরে শনিবার দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভিতর থাকা চেয়ার-টেবিল ও অন্যান্য মালামালসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন জানান, আমরা খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।