সারাদেশ

যশোরে পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

যশোরে পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু


যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহতের চাচা নাহিদ হোসেন বলেন, দুই শিশু সকালে খেলা করছিল। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আকবর আলীর পুকুরপাড়ে খুঁজতে গেলে কিনারায় বাচ্চাদের ভেসে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, দুপুর সারে ১২টার দিকে দুই বাচ্চাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।