সারাদেশ

যারা নির্বাচন ঠেকাতে চায়, তারা ফ্যাসিবাদের দোসর : রফিক

যারা নির্বাচন ঠেকাতে চায়, তারা ফ্যাসিবাদের দোসর : রফিক


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে—যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইনশৃঙ্খলাসহ প্রতিটি খাতে মৌলিক পরিবর্তন আনবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত আনন্দ র‍্যালি ও সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তার নেতৃত্বে একটি বিশাল র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারা ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় কিংবা ভোট বানচালের চেষ্টা করছে, তাদের উদ্দেশে পরিষ্কার ভাষায় বলতে চাই—নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ঠেকানোর কোনো বিকল্প নেই। যারা ভোটকে বানচালের চেষ্টা করবে তারা আসলে ফ্যাসিবাদের দোসর। তাদের বিচার ইতিহাসের কাঠগড়ায় একদিন হবেই।

সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখর হয়ে ওঠে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।