সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দাবিতে মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দাবিতে মহাসড়ক অবরোধ


স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। পরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করা হয়। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর শহরে গণসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে শেষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই মৌন মিছিলে সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে। মিছিল শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।