সারাদেশ

রাতের আঁধারে ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাতের আঁধারে ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা


চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে ফারুক হোসেন ও শাহিন আহমেদ নামে দুই ভাইয়ের ৫২০টি পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ভাই জানান, প্রায় তিন লাখ টাকা খরচ করে পেয়ারা বাগান তৈরি করেছি। গাছে ফুল ও ফল ধরেছিল। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও শত্রুতা নেই। আমি কারও কোনো ক্ষতি করিনি। তারপরও দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ভেঙে গেল। আমরা দুই ভাই অনেক কষ্টে প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকায় লিজ নিয়েছিলাম।

তারা আরও জানান, গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। বাগানে প্রচুর ফুল ও ফল এসেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে রাতের অন্ধকারে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দেওয়া হলো। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এর সুষ্ঠু তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জীবননগর থানার ওসি মামুন বিশ্বাস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।