সারাদেশ

রাস্তার ধারে পড়ে ছিল যুবকের গলা কাটা মরদেহ

রাস্তার ধারে পড়ে ছিল যুবকের গলা কাটা মরদেহ


চাঁপাইনবাবগঞ্জে নাচোলে রাস্তার ধার থেকে রাজু আহম্মেদ নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের রাস্তার ধার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাজু আহম্মেদ (২১) উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।

ওসি মনিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতের কোনো এক সময় কে বা কারা গলা কেটে রাস্তার ধারে ফেলে যায়। ভোরে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।