সারাদেশ

রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্যের রমরমা ব্যবসা

রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্যের রমরমা ব্যবসা


চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশুখাদ্য বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালি থানাধীন ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।