সারাদেশ

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক


বান্দরবানের রুমা উপজেলায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (২০ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্যহ্লাওয়াং মারমা, উহাইসিং মারমা ও ক্যসাইওয়াং মারমা। তাদের সবারর বাড়ি পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায়।

পরিবারের সদস্যরা জানান, লেখাপাড়ার সুবির্ধাতে অন্য বান্ধবীদের সঙ্গে পরিত্যক্ত একটি স্কুলে ওই মেয়ে থাকত। তবে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কথা আছে বলে চার যুবক ওই পরিত্যক্ত স্কুল থেকে তাকে নিয়ে যায়। পরে একটি ক্লিনিকের পেছনে নিয়ে গিয়ে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে সালিশ বৈঠক হয়। সালিশে অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা চিকিৎসা খরচ এবং ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এমন সিদ্ধান্ত হয়। ধর্ষণের অভিযোগ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি জানাজানি হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের তিনজনকে আটক করে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দি বলেন, তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।