সারাদেশ

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল


দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা অনুকূল। মাত্র ১৬ বছর বয়সেই নিজের হাতে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন ‘দ্য রয়েল স্কাই-১১০’।

রোববার (৩১ আগস্ট) বিকেলে আকাশে সফলভাবে বিমানটি আকাশে ওড়ান তিনি। এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও মুগ্ধ হয়ে দেখেন অনুকূলের হাতে তৈরি সেই উড়ন্ত বিমান।

অনুকূল রায় জানান, বিমানটি তৈরি করতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি কাজটি শেষ করেছেন। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন।

আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা এই তরুণ বলেন, আমি চাই আমার সৃজনশীল চিন্তাগুলো কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সরকার বা বিভিন্ন সংস্থার সহায়তা পেলে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারব।

স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, অনুকূলের মতো তরুণরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এই অর্জন শুধু গ্রাম নয়, পুরো উপজেলাকে গর্বিত করেছে।

গ্রামবাসীরাও মনে করছেন, অনুকূলের এই উদ্ভাবন কেবল তার পরিবারের নয়, বরং গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় প্রকল্প বাস্তবায়িত হবে।

ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, আমি বিষয়টি জেনেছি। খুব শিগগির উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেব।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।