সারাদেশ

র‍্যাবের থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন শাওন, অতঃপর…

র‍্যাবের থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন শাওন, অতঃপর…


সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে শাওন নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাওন রেজা (২৪) ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, রোববার র‌্যাব-১২ টিম মাদক বিরোধী অভিযানে শাওন রেজাকে আটক করে। এ সময় তাদের হাত থেকে পালাতে গিয়ে পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের বাবা অপমৃত্যু মামলা দায়ের করেছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।