লক্ষ্মীপুর সদর উপজেলায় আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু নামে এক মাদককারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১ জুন) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ হোসেন বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাবলু মাদককারবার ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদককারবারিকে গুলির ঘটনায় করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই মাদককারবারকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। তার বাম হাতের কবজি কুপিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে। এ ছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছুদিন আগে একটি মামলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরও বলেন, সদর হাসপাতালে মর্গে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Source link