সারাদেশ

লাইসেন্স না থাকায় হাওরের ১২ হাউসবোটকে জরিমানা

লাইসেন্স না থাকায় হাওরের ১২ হাউসবোটকে জরিমানা


সুনামগঞ্জের তাহিরপুরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ জুলাই) বিকালে উপজেলার থানা ঘাট ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, আমাদের হাউসবোট মালিক ও চালকদের কোনোরকম অবগত না করে নৌ-পরিবহন অধিদপ্তরের লোকজন অভিযান পরিচালনা করে হাউসবোট থেকে টাকা নিয়ে গেছে। আমাদের যদি লাইসেন্স করার কথা বলা হতো আমরা আরও আগেই লাইসেন্স করতাম। হঠাৎ করে আমাদের হয়রানি করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে নৌ-পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে পর্যটকবাহী অনেক হাউসবোট চলাচল করে। নৌ-পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স করতে বলা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।